প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২১, ৬:১৪ পি.এম
ধানের ফুল ফোটা পর্যায়ে হিট শক/ হিট ইনজুরিতে কৃষকদের করনীয়

মার্চ মাসের ৩য় সপ্তাহ থেকে দিনের বেলার তাপমাত্রা প্রায়শই ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেড়ে যাচ্ছে। যা ধানের ফুল ফোটা পর্যায়ে চিটা সমস্যা সৃষ্টি করতে পারে।
এছাড়াও সারা দেশে বা বিছিন্নভাবে এসময় কাল-বৈশাখী ঝড় বিশেষ করে বৃষ্টি ছাড়া শুধু গরম বায়ু প্রবাহ দিনে/রাতে প্রায়শই হচ্ছে।
যার ফলে কালো দানা বিশিষ্ট শীষ বা অনেক ক্ষেত্রে সাদা শীষ বিশিষ্ট চিটা সমস্যা সৃষ্টি করতে পারে।
এ সময় বোরো ধানের যে সকল জাত ফুল ফোটা পর্যায়ে আছে বা এখনও ফুল ফুটছে বা সামনে ফুল ফুটবে-
সে সকল জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে।
তবেই ধানের ফুল ফোটা পর্যায়ে হিট শক/ হিট ইনজুরি থেকে রক্ষার পাওয়া যাবে।
তথ্যসূত্র:
ড. আবদুল লতিফ
বিভাগীয় প্রধান
উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত