মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
“যেসব খাবার খেতে পারেন মনভরে, ওজন না বাড়িয়ে” “পৃথিবীতে কলকাতার মতো আর কোনো শহর নেই”- জয়া আহসান মার্কিন সহায়তা বন্ধ হলে মৃত্যু ঝুঁকিতে পড়বে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ ইনসাফভিত্তিক ও মানবিক দেশের প্রতিষ্ঠার সময় এখনই: তারেক রহমান “আবু সাঈদের নামে দিবস পালনে সমস্যা কী?” নড়াইলে সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের মধ্যে ৪১ জন নিহত ও ৯৯ জন আহত চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনে নতুন ইতিহাস গড়ল, রেকর্ড সৃষ্টি ক্রিকেটার নাসির ও তামিমার আত্মপক্ষ সমর্থনের তারিখ ১৪ জুলাই নির্ধারিত ক্ষমতা নয়, সংস্কারমুখী জোটের পক্ষে এবি পার্টি রাজু ভাস্কর্যে ছাত্রসমাবেশ, ঢাকার বাইরেও প্রতিবাদ কর্মসূচি

৩ বছর পেরিয়ে ৪ বছর হলেও  হয়নি শহীদ মহিউদ্দিন মহিদ হত্যার বিচার!

 চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪৭৬ Time View
আজ ৩ বছর শেষ হয়ে ৪ বছরে পরলো!! চট্টগ্রামের ৩৮ নং ওয়ার্ড হালিশহরাধীন মেহের আফজাল স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে “২৬ ‘শে মার্চ” মহান স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা মহিউদ্দিন মহিদ কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
যার বিচার এখনও পর্যন্ত হয় নি।স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা বলেন যুবলীগ নেতা মহিউদ্দিন মহিদ হত্যার বিচার নিয়ে প্রশাসন ও বিভিন্ন মহল খুনিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।
তারা আরো বলেন সেটা যদি না হয় ৩ বছর পেরিয়ে ৪ বছর হলেও মহিউদ্দিন মহিদ হত্যার কোন রকম বিচার এখনো পযন্ত হয়নি কেন? সূত্রে জানা যায় মামলার প্রধান আসামী হাজী ইকবাল মামলার স্বাক্ষীদেরকে বিভিন্ন রকম ভয়বিতি ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্তানীয় যুবলীগ নেতাদের।
তাও আবার খুনিরা বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করছে।যুবলীগ নেতা মহিউদ্দিন মহিদের হত্যাকারীদের দ্রুতগতিতে ফাঁসি কার্যকর করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন যাহাতে বাংলার জমিনে- আর কোন মাকে তার নারী ছেড়া ধন সন্তানকে হারাতে না হয়! আর কোন সন্তানকে তার বটবৃক্ষের ছায়া পিতাকে হারাতে না হয়!
আর কোন স্ত্রী কে তার জীবনসঙ্গী স্বামীকে হারাতে না হয়! আর কোন ভাই কে তার ভাই হারাতে না হয়! আর কোন বোন কে তার ভাই হারাতে না হয়! অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় খুনিরা এখনও বুক ফুলিয়ে রাস্তায় চলাচল করে।
তাই আসুন সবাই একসাথে মহিউদ্দিন মহিদ এর খুনিদের ধিক্কার জানাই এবং দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন তার পরিবার,আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense