মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জে হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৮৮ Time View

 নুসরাত আনিকা,মাদারীপুর:

সুনামগঞ্জের শাল্টায় হিন্দু  পল্লীতে বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মাদারীপুর জেলা শাখা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মাদারীপুর জেলা শাখার সভাপতি নন্দদুলাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববনে বক্তব্য বাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাবুল চন্দ্র দাস, উপদেষ্টা সুনীল হালদার, নারায়ন চন্দ্র শীল, স্বামী সত্যপ্রিয়ানন্দ জীবন মহারাজ।

পরান কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গোবিন্দ চন্দ্র রাহা, রবিন চৌধুরী, বিষ্ণু চৌধুরী, প্রদীপ কুমার লবসহ মহাজোট ও অঙ্গ সংগঠনের নেতারা।

মানববন্ধনে দোষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবী করেন নেতারা। এসময় দুইশতাধিক সনাতন ধর্মাবলম্বী হিন্দু স¤প্রদায়ের মানুষ মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসা¤প্রদায়িক দেশে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টের পায়তারা করছে স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহল।

বর্তমানে দেশে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, ঠিক তখনই কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে দেশের উন্নয়ন ও সা¤প্রদায়িক স¤প্রীতি ধ্বংসের খেলায় মেতে উঠেছে।

সুনামগঞ্জের শাল­ায় হিন্দু পল­ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা তাদের সেই ষড়যন্ত্রেরই অংশ। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি এবং হামলায় যে সকল হিন্দু পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে যথাযথ ক্ষতিপূরণের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

উলে­খ্য, গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক ধর্মীয় সমাবেশে হেফাজত ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হক বক্তব্য দেন।

এর পরদিন মামুনুল হককে নিয়ে গ্রামের এক হিন্দু যুবকের স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শাল­ায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense