মাদারীপুর কালকিনি উপজেলার ডাসার থানার বালী গ্রাম ইউনিয়নের পশ্চিম বালী গ্রামের সিংগাপুর প্রবাসী মোঃ কামাল হাওলাদারের বউ সোনীয়া আক্তারের সাথে রাতের আধারে পরকিয়া প্রেম করতে গিয়া রাজন বেপারী নামে এক যুবক(২৩)কে আটক করে পুলিশ ধরতে সার্বিক সহযোগীতা করেন প্রতিবেশি স্থানীয় জনতা। পরে থানা পুলিশ সোনিয়া ও রাজন কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
অএ এলাকাবাসী সূএে জানা গেছে উপজেলার পশ্চিম বালী গ্রামের সিংগাপুর প্রবাসী মোঃ কামাল হাওলাদারের স্ত্রী সোনিয়ার সঙ্গে রাজনের দির্ঘ দিন ধরে পরকিয়া চলছিলো। উক্ত পরকিয়া সম্পর্কর জের ধরে ০৮.০৩.২১ খ্রিঃ সোমবার গভীর রাতে গোপনে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে যায়। এই ঘটনা টি কোন এক ব্যক্তি দেখতে পেয়ে কয়েক জন কে জানালে পরে স্থানীয় লোকজন প্রেমিক রাজন ও সোনীয়া আক্তার কে আপত্তিকর অবস্থায় ওই প্রবাসী কামাল হাওলাদারের ঘরে আটক করে ডাসার থানা পুলিশকে খবর জানালে তাৎক্ষণিক ডাসার থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে রাজন ও সোনিয়া কে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
বিষয়ে সিংগাপুর প্রবাসী কামাল হাওলাদার স্থানীয়দের ও পরিবারের সাথে মুটোফোনে আলাপ কালে জানান, তার অনুপস্থিতিতে রাজন তাহার স্ত্রীর সাথে অসামাজিক কর্মকান্ড অনৈতিক সম্পর্কের জন্য কঠিন বিচার দাবি করেন।
Leave a Reply