মো:ইমরান হোসেন শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল ৮৭ বস্তা ভেজাল চা পাতা উদ্ধার করেছে পুলিশ । শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. আল আমিন সঙ্গীয় পুলিশ ফোর্স দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সিক্কা গ্রামের জনৈক আঃ রহিম মিয়া, আঃ নুর মিয়া এবং আঃ মজিদ মিয়ার বসত বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের বাড়ি থেকে ৮৭ বস্তা ভেজাল চা পাতা উদ্ধার করে। উদ্ধারকৃত চা পাতার ওজন সাড়ে ৪ হাজার কেজি বলে পুলিশ জানিয়েছে। এঘটনায় সিক্কা গ্রামের আঃ রহিম(৫৫), পিতা-মৃত বারেক মিয়া, আঃ নুর মিয়া (৬০), পিতা-মৃত বারেক মিয়া, আঃ মজিদ (৫০), পিতা-অজ্ঞাতসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামীর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার রুজু করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, ‘ভেজালকারীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন বাগান থেকে চা পাতা ও অন্যান্য গাছের পাতা সংগ্রহ করে রাইস মিল ও ঢেকির মাধ্যমে গুড়া করে কেমিক্যাল মিশিয়ে ভেজাল চা পাতা প্রস্তুত বিক্রয় ও মজুদ করে আসছিল। ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে’ বলে তিনি জানান।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত