মোঃ ইসহাক গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার (১০ মার্চ ২০২১) রাত আনুমানিক ১০.১৫ মিনিটের রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী এলাকায় অপারেশন পরিচালনা করে (ক) ১৩৯ বোতল ফেন্সিডিল, (খ) ০১টি মোবাইল, (গ) ০২টি সিমকার্ড, (ঘ) ০১টি মেমোরিকাড সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ নাজিদুল ইসলাম (৩০), পিতাঃ মোঃ রবিউল ইসলাম, সাং- চরকানাপাড়া, ২। মোঃ ফরজ আলী (৫৫), পিতাঃ মৃত শমসের আলী, সাং- চরহনুমন্তনগর, উভয় থানাঃ গোদাগাড়ী, জেলা-রাজশাহী এবং পলাতক আসামী ৩। মোঃ মোস্তাকিন (৩০), পিতা- ঢেরা সাইদুল, সাং-চরহনুমন্তপুর (পাঁচশ তেইশ), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদের গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply