পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাপের গাঁরা এলাকায় গৃহবধু আঞ্জুমান আরা বেগম (৪০)কে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণ লংকার ছিনিয়ে নিয়ে বসতবাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আহতকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ৮মার্চ(সোমবার) রাত সাড়ে ৮টায় শিলখালী ইউনিয়নে সাপের গাঁরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আঞ্জুমান আরা বেগম একই এলাকার মোঃ সেলিম উদ্দিনের স্ত্রী। আহত আঞ্জুমান আরা বেগমের স্বামী মোঃ সেলিম উদ্দিন বলেন, আমার দখলীয় যায়গার বিরোধের জেরে সাপের গাঁরা এলাকার মৃত ফতেহ আলীর ছেলে জাকের হোসেন, রশিদ আহমদের ছেলে ফজল করিম ফজু, মৃত করিমদাদের ছেলে রশিদ আহমদ তার দু-ছেলে জিয়াবুল করিম,রেজাউল করিমসহ ৪/৫ জন সংঘবদ্ধ ভাড়াটিয়া সন্ত্রাসীরা অতর্কিতভাবে এসে ঘরে ঢুকে কুপিয়ে আমার স্ত্রী আঞ্জুমান আরা বেগমকে আহত করে এবং বাড়িতে বেড়াতে আসা মহিলাদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণ লংকার লুট করে বসতবাড়ি ভাংচুর করে দ্রুত সটকে পড়ে। আমি খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে আহত স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি এবং থানার পুলিশকে লিখিত অভিযোগ করি। এ বিষয়ে পেকুয়া থানার দায়ীত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কর্মকর্তা (এস আই) সাইফুল ইসলাম বলেন, আঞ্জুমান আরা বেগম নামে গৃহবধুকে কুপিয়ে আহত করার অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত