মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কালকিনিতে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল সবজির দামে স্বস্তি, চড়া ডিম মুরগির বাজার বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা ৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে রংপুরে শহীদি মার্চ পালন ডিএমপির ১১ উপপুলিশ কমিশনারকে বদলি

কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১৪৬ Time View
পেকুয়া প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া উপাজেলার কোণাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দৈনিক সংবাদ পত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজ বুক ও অনলাইন চ্যানেলে ভিডিও বার্তার মাধ্যমে মিথ্যা অপপ্রচারে মানববন্ধন করেছে এলাকাবাসী ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। একই দিন বিকেলে এক সংবাদ সম্মেলনে অংশ নেয় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম দিদারুল হক সিকদার। সম্প্রতি ৫ অক্টোবর সোমবার দুুপুরে পেকুয়া প্রেসক্লাবের হল রুমে এক সংবাদ সম্মেলনে কোণাখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর বক্তব্য উপস্থানপন করার প্রতিবাদে মারববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। বৃহষ্পতিবার বিকেল ৩টায় ওই ইউনিয়নের ঢেমুশিয়া বাংলা বাজারে বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতে নানান সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত শহিদুল ইসলাম, ছরওয়ার আলম, জোনাইদসহ অনেকে বলেন, কোণাখালী ইউনিয়নের দুইবার নির্বাচিত সফল চেয়ারম্যানের বিরুদ্ধে যারা সংবাদ সম্মেলন করেছে তারা সন্ত্রাসী, পরধন লোভী, আইন অমান্যকারী লোক। অনেকেই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। অবিলম্বে ওই মিথ্যাচারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। বাংলা বাজার-বদরখালী সড়কের দুইপাশে দাঁড়িয়ে উপস্থিত জনতার ১৭ মিনিটের মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চেয়ারম্যান এম দিদারুল হক সিকদার।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতে তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে গ্রাম আদালতে শালিশী বিচার করেতে গিয়ে জানামতে কোন বৈষম্য করিনি। সুষ্ট রায় ও ন্যায় বিচারের ক্ষেত্রে আমি শক্ত অবস্থানে ছিলাম। এতে কেউ সংক্ষুদ্ধ হতে পারে। যারা সংবাদ সম্মেলন করেছিল তারা অনেকেই আমার অত্যন্ত কাছের আবার কারও সাথে আত্মীয়তার সম্পর্কও রয়েছে। এসময় তিনি আরও বলেন, আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে আমার জনপ্রিয়তার প্রতি ইশর্^নিত হয়ে এলাকার একটি কুচক্রী মহলের যোগসাজসে চরপাড়া এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে আবদুল হাকিম, সিকদার পাড়ার মৃত ওবাইদুল হকের ছেলে আবুল হাসনাত, মৌলভী পাড়া এলাকার তৈয়ম গোলালের ছেলে মোহাম্মদ হোসেন, হাজির পাড়ার মৃত ছৈয়দ মোজাফ্ফর আহমদের ছেলে আক্তার উদ্দিন আজাদ, পশ্চিম কোণাখালী এলাকার জামাল উদ্দিনের ছেলে জিয়াবুল হক, নুরুল ইসলামের মেয়ে ইয়াসমিন আকতার ও গোলাম আলী পাড়ার জহিরুল ইসলামের স্ত্রী নূর আয়েশা বেগম জোটবদ্ধ হয়ে সংবাদ সম্মেলনের নামে সামাজিক, রাজনৈতিকভাবে আমার মানহানি করার উদ্দেশ্যে মিথ্যার আশ্রয় নিয়ে সাজানোভাবে ভূয়া বিত্তিহীন উদ্দ্যেশ্য মুলক মনগড়া পৃথক বক্তব্য উপস্থাপন করেছে। এরা আমার ইউনিয়নের স্থায়ী বাসিন্ধা। তাদের সাথে আমার কোন শত্রুতা নেই। গত ৬ অক্টোবর কক্সবাজার থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদ পত্রের মাধ্যমে জানিতে পারিলাম এরা আমার বিরুদ্ধে নানান মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করেছে। এদিকে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বৃহষ্পতিবার বিকেলে মানববন্ধন, প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেছে। তাদের সাথে একাত্মতা পোষন করে আমিও অংশ নিই।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category