নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জন মাদক ব্যবসায়ীককে গ্রেফতার করেন। বৃহস্পতিবার (০৪ মার্চ) আনুমানিক ৭.৪০ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ী (রেল বাজার)এলাকায় অপারেশন পরিচালনা করে ০৬ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল,০৩টি সিমকার্ড,০১টি মেমোরিকার্ডসহ মাদক ব্যবসায়ী মহিশালবাড়ি গ্রামের রফিকুলের ছেলে রাজেস @ মিঠুন (৩২),মাদারপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে তোফায়েল আহম্মেদ (৩২),বারুইপাড়া গ্রামের মনিরুলের ছেলে সেলিম রেজা (৩৮) উভয়ের থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহীদের গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply