শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টইটং সমিতির আলোচনা সভা ও নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এদিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল দেশের ভাষাসৈনিকরা। ভাষাসৈনিকদের এ নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা পেয়েছি অমৃতসম মায়ের ভাষা বাংলা। এই দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলাধীন পেকুয়া উপজেলার টইটং সমিতির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল মোমেনের সঞ্চালনায় একুশে ফেব্রুয়ারী রোববার বিকেল তিনটায় টইটং ইউনিয়নের একটি প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ভাষাশহীদদের স্বরণে আলোচনা সভা ও টইটং সমিতির প্রথম নির্বাচন। সমিতির সদস্যদের উপস্থিত প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রিদুয়ানুল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সরকারি আলাওল কলেজের শিক্ষার্থী সিরাজ মিয়া,অর্থসম্পাদক নির্বাচিত হন শিলখালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আসাদ উল্লাহ আল মারুফ। এছাড়া সহসভাপতি পদে মুহাম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হোছাইন, সহঅর্থসম্পাদক পদে আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল আলম মোমেন, প্রচার সম্পাদক পদে তারেকুল ইসলাম, অফিস সম্পাদক পদে তাওহীদুল ইসলাম লক্কি,তথ্যও গবেষণা বিষয়ক সম্পাদক পদে জসীম উদ্দিন, সমাজ ও সমিতি কল্যাণ সম্পাদক পদে জেসমিন আক্তার, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক পদে সাইফুল ইসলাম, আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোছাইন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে উম্মে কুলসুম, মহিলা শিশু বিষয়ক উপসম্পাদক পদে আমেনা বেগম, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ হোছাইন রাজ ও কার্যনির্বাহী সদস্য হিসেবে এম আব্দুল্লাহ তুহিন, মোহাম্মদ তাফসিরুল ইসলাম, বোরহান উদ্দিন, শাহাদাত হোছাইন, মোহাম্মদ এহছান, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, হা.মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ রেজাউল করিম মনোনীত হয়েছেন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পেকুয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীম উদ্দিন ও পেকুয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক তৌহিদুল ইসলাম। সমিতির প্রধান উদ্যোক্তা হাবিব মুহাম্মদ আব্দুল মামুন ফারুকী ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহজাহানের স্বাক্ষরিত এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফারুকী বলেন ” ভাষাশহীদদের ঐক্যবদ্ধ আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করে, দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে দেশ ও সমাজ বিনির্মানে টইটং সমিতির সকলকে কাজ করতে হবে।” অনুষ্ঠান শেষান্তে ভাষাশহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ তাফসিরুল ইসলাম।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense