এস.কে হিমেল, নীলফামারী প্রতিনিধিঃ
সারা দেশের সাথে নীলফামারীতেও করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। শুরুতে সম্মুখযোদ্ধা নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জেসমিন নাহার সেতু ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেন। এরপর, প্রথম আলোর সংবাদ কর্মী মীর মাহমুদুল হাসান আস্তাক, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর, পুলিশ পরিদর্শক মাহমুদ উন নবীসহ ১০জন ভ্যাকসিন গ্রহন করেন। ভ্যাকসিন প্রয়োগে ১১টি টিমে ২২জন ভ্যাকসিনেটর ও ৪৪জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। জানা যায়, প্রথম পর্যায়ে টিকাদানের তালিকায় রয়েছেন ২৬ হাজার ১১০ জন। এছাড়াও সৈয়দপুর সেনাসিবাস প্রাঙ্গণে একটি বুথ স্থাপন করা হয়েছে।