বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

রক্তদানে সচেতনতা তৈরিতে খেদমতে খলক ফাউন্ডেশনের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৯ Time View

 স্টাফ রিপোর্টার :

রক্তদানে সচেতনতা তৈরি লক্ষে করতে এবার এয়ারপোর্ট (আশকোনা) আবু হুরায়রা (রা.) মাদরাসায় বুধবার (৩ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টায় এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । আবু হুরায়রা মাদরাসার সহযোগিতায় খেদমতে খলক ফাউন্ডেশন এ-র উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, আবু হুরায়রা মাদরাসার মুহতামীম মাওলানা আশিকুর রহমান। তিনি বলেন, রক্ত সংগ্রহ ও রক্তদান সচেতনতা সৃষ্টিতে কাজ করা এই সংগঠনটি প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করে থাকে, এতে অসচেতন ছাত্র নিজের ব্লাড গ্রুপ জানতে পারে এবং তারা পরস্পরের বিপদে রক্ত দিয়ে সহযোগিতা করতে পারে। যে কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে সেখানে ছুটে চলেন এ গ্রুপের সদস্যরা । ক্যাম্পেইনে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন হাফেজ রশিদ আহমদ, ক্বারি সিরাজুল ইসলাম, হাফেজ যুবায়ের আহমদ, মাওলানা আমিনুল হক কাসেমী প্রমুখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense