
এ প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘ছবিটির কাজ শেষ করেছি বেশ কিছু দিন আগে। এটির গল্পও বেশ ভালো। আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ। আশা করছি ছবিটির মাধ্যমে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন।’
প্রসঙ্গত ২০১৪ সালে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ নামের একটি ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন হিমু।
এ ছাড়া ২০১১ সালে মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘আমার বন্ধু রাশেদ’ নামের ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হন এ অভিনেত্রী।
এ ছাড়া বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন হিমু। এগুলো হলো নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ‘বাকের খনি’, কায়সার আহমেদের ‘গোলমাল’।
অনলাইন সংস্করণ