মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ ২৪ টি কন্যা শিশুর পরিবারকে উপহার সামগ্রী প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬২ Time View

 হাফিজুর রহমান :

“কন্যা সন্তান বোঝা নয়, আশীর্বাদ”- পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অবিভাবক মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক গণমুখী কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে পুলিশ সুপার চুয়াডাঙ্গা এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে “কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে” শিরোনামে একটি পোষ্ট দেওয়া হয়। এটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের একটি ব্যতিক্রমী উদ্যোগ। গত ৩১.০১.২০২১ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা থানাধীন সুমিরদিয়া গ্রামের মোঃ শাজাহান মোবাইল ফোনের মাধ্যমে জানায় গত ২৮.০১.২০২১ খ্রি. তারিখে তার স্ত্রী আসমা খাতুনের কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে। পুলিশ কন্ট্রোল রুমে তার বাচ্চা ভুমিষ্ট হওয়ার সু-সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ঐ শিশুর জন্য (ক) নিউবর্ণ বেবী প্যাকেজ, (খ) ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। কন্যা শিশুর পরিবারের লোকজন পুলিশ সুপারের পাঠানো উপহার পেয়ে খুব খুশি হয়, পুলিশ সুপারের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ হয়ে পুলিশ সুপার ও তার পরিবারের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। এছাড়াও (২) সাদ্দাম হোসেন ও মোছাঃ চামেলী খাতুন দম্পতি সাং-মনিরামপুর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা মোবাইল ফোনের মাধ্যমে জানায় গত ২৭.০১.২০২১ খ্রি. তারিখ তাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, (৩) রাশেদুল ও আকলিমা খাতুন দম্পতি সাং-বালিয়াকান্দি, থানা ও জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ১৫.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, (৪) মোঃ হযরত আলী ও সীমা খাতুন দম্পত্তি সাং-গাইদঘাট, থানা ও জেলা-চুয়াডাঙ্গা জানায় গত ২৯.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে (৫) মিজানুর রহমান ও জান্নাতুল নুর, সাং-হায়দারপুর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৩.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ৬)তৌহিদুল ইসলাম ও পপি খাতুন, সাং-সাতগাড়ি বিলপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৩.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ৭) মাসুদ ও লামিয়া খাতুন, সাং-সেকড়াতলা, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৯.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ৮) আ: সামাদ ও আয়েশা, সাং-আলুকদিয়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২১.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ৯) আনোয়ার ও তাহমিনা, সাং-শাহাপুর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ০৭.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ১০ লাল্টু ও সামসুন্নাহার, সাং-মনিরামপুর মাষ্টারপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৭.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ১১) হারুন ও শিরিন, সাং-খেজুরতলা, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৭.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ১২) হাবিবুর রহমান ও শারমিন আক্তার, সাং-ফার্মপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৭.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, আলমডাঙ্গা থানাধীন হাপানিয়া গ্রামের (১৩) তুহিন আক্তার ও আল্লাদি আক্তার দম্পতি জানায় গত ২৫.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৪) আব্বাস আলী ও ইসমোতারা, সাং-হাপানিয়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৯.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৫) সুরুজ মিয়া ও বৃষ্টি খাতুন, সাং-বৈদ্যনাথপুর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ০৭.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৬) লিপন দাস ও সোনিয়া দাস, সাং-গোবিন্দপুর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২২.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৭) আ: সালাম ও রুপালী খাতুন, সাং-আলিয়াটপুর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৬.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। (১৮) প্লাবন ও রিম্পা, সাং-মুন্সিগঞ্জ, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৩.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ১৯) শিমুল ও নিশি, সাং-সোনাতনপুর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ১৫.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ২০) আজমাইন ও আছমা, সাং-বৈদ্যনাথপুর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ১৪.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ২১) কবির আলী ও হাসিনা খাতুন, সাং-বড় হাপানিয়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৮.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ২২)সোহেল ও শিউলীা, সাং-বড় হাপানিয়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৪.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, ২৩) আবু বক্কর ও রিনা সাং-শ্যামপুর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ২৬.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে, এছাড়াও দর্শনা থানাধীন বড় শলুয়া (২৪) লাল চাদঁ ও মুসলিমা খাতুন, জেলা-চুয়াডাঙ্গা দম্পতি জানায় গত ১৮.০১.২০২১ খ্রি. তারিখে তাদের একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করেছে। সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category