
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান:
ঝিনাইদহ জেলার একমাত্র জনপাঠক” দৈনিক নবচিত্র” পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম ব্রেন ষ্টোকে আক্রান্ত হয়েছেন। বৃস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ড নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত যশোর কুইন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।যশোর কুইন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মিনি ষ্টোকে আক্রান্ত হয়ে তার মাথায় সামান্য রক্তক্ষরন হচ্ছে। এজন্য উন্নত চিকিৎসায় তাকে ঢাকার নিউরোলজি হাসপাতালে নিতে হবে। দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকার উদ্দেশ্য নেবার পথে কালীগঞ্জ তার পত্রিকা অফিসে আনা হয়। এ সময় তাকে দেখতে পরিবারের স্বজন, হাজী কল্যান সমিতির সদস্য ও সহকর্মী সাংবাদিক সদস্যগন জড়ো হন। এরপর বিকাল ৪ টার দিকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হয়।সাংবাদিক শহিদুল ইসলামের রোগ মুক্তি ও আশু সুস্থ্যতা কামনা করেছেন হিজলগাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।