শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গুলিতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৯৯ Time View

চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গঠিত সহিংসতার জেরে গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায় ওই যুবকের নাম মো. আলাউদ্দিন (২৮। নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান ইউসেপ টেকনিক্যাল স্কুল কেন্দ্রে সংঘর্ষে খুন হন তিনি। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত আলাউদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের কর্মী ছিলেন। ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারের জের ধরে লাগা সংঘর্ষে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে নিহত হন তিনি। এই হত্যার জন্য সেই ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ওয়াসিম চৌধুরীর অনুসারীদের দায়ী করা হচ্ছে। আলাউদ্দিন কুমিল্লা জেলার মৃত সোলতান মিয়ার ছেলে। নগরের আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএস আই আলাউদ্দিন তালুকদার জানান, আমবাগান থেকে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category