
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া খাঁজা পারেশ সাহেবের দরগায় অবস্থিত আন্দুলবাড়ীয়া আশরাফীয়া আলিম মাদ্রাসায় নির্মাণ কাজ শুরু হয়েছে। 27/01/21 বুধবার সকাল ১১ টায় আন্দুলবাড়ীয়া আশরাফীয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এস এম আশরাফুজ্জামান (টিপু) ও আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার ও মাদ্রাসার পিন্সিপাল মাওলানা সাইফুজ্জামান, সহ সকল শিক্ষক কর্মচারী উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ সুপার আরিফুল ইসলাম, শিক্ষিকা নার্গিস আক্তার, সদস্য রানা তালুকদার, রবিউল ইসলাম, মোল্লা মকলেচুর রহমান টিক্কা সহ উপস্থিত ব্যক্তিবর্গ। উল্লেখ্যঃ জননন্দিত নেতা বার বার নির্বাচিত চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগর টগর মহোদয় ইতিপূর্বে আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন।