
নাচোল প্রতিনিধিঃ
ডাসকো ফাউন্ডেশন নারী অধিকার প্রকল্পের আয়োজনে “ইউনিয়ন নাগরিক জোট এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে বাল্যবিবাহ ও নারী অধিকার” শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় ঝিলিম ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিন নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক মতুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিরুল ইসলাম কাজি, ইমাম হোসেন, সহকারী শিক্ষক, ইউনিয়ন নাগরিক জোটের সভাপতি কুদরত-ই- খুদাসহ ৩নং ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিমা খাতুন, ফিল্ড অফিসার ও প্রিসীলা নীলা হাসদা, ফিল্ড ফ্যাসিলিটেটর, নারী অধিকার প্রকল্প ডাসকো ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার, উঠান বৈঠক, মসজিদের খুতবাতে বাল্যবিবাহ বন্ধের আলোচনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।