শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:২২ অপরাহ্ন

 চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহযোগিতায় জীবন ফিরে পেল অসহায় বৃদ্ধ আকতার শেখ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৭৭ Time View

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন হোগলডাঙ্গা গ্রামস্থ মৃত মহর আলী শেখ এর পুত্র মোঃ আকতার শেখ(৬৮) আজ ২৪ জানুয়ারী সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়ের নিকট শীতবস্ত্র (কম্বল) সহায়তা পাওয়ার জন্য আসেন।প্রকৃতির ডাকে সাড়া দেওয়ায় বৃদ্ধ লোকটি কাওকে কিছু না বলেই পাশেই মাথাভাঙ্গা নদীর ধারে যান। নদীর ধারে যেয়ে তিনি হঠাৎ মাথা ঘুরে নদীর পানির মধ্যে পড়ে যান। নদীর পানিতে বিকট শব্দ হওয়ায় জনাব এ এইচ এম কামরুজ্জামান খাঁন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা লক্ষ করেন, বৃদ্ধ লোকটি পানিতে পড়ে গেছেন এবং বাঁচার জন্য প্রাণপন চেস্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সাথে থাকা অফিসার ফোর্সদের সহযোগীতায় বৃদ্ধকে মাথাভাঙ্গা নদীর পানি থেকে উদ্ধার করে পুলিশ সুপার মহোদয়ের নিকট নিয়ে আসেন। পুলিশ সুপার মহোদয় বৃদ্ধের দুঃখের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন। চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়ের নিজস্ব অর্থায়নে অসহায় বৃদ্ধকে নতুন লুঙ্গি, পাঞ্জাবী, শীতের জ্যাকেট, মাফলার এবং জুতা কিনে দেন। বৃদ্ধের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ সামগ্রী নগদ টাকা ও শীতের কম্বল প্রদান করেন এবং ইজি বাইক ভাড়া করে বৃদ্ধের নিজ বাড়ি দামুড়হুদা থানা ধীন হোগলডাঙ্গা গ্রামে পৌঁছানোর সু-ব্যবস্থা করে দেন। এ সময় অসহায় বৃদ্ধ আক্তার শেখ আবেগ আপ্লুত হয়ে পড়েন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মহোদয় ও জেলা পুলিশের সকল সদস্যদের জন্য মহান আল্লাহ তাআলার নিকট মন ভরে দোয়া করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category