
মোঃ আমানুল্লাহ ফকির, বিশেষ প্রতিনিধি
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আজ রবিবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, রাজৈরের টেকেরহাট থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাজৈর বাসস্ট্যান্ডে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকে থাকা চালক হেলপারসহ ৫জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এদিকে এ দুর্ঘটনার কারনে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুইপাড়ে আটকা পরে শত শত যানবাহন। ঘন কুয়াশার কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেছে কর্তৃপক্ষ।