শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

সিলেবাস ২৫ শতাংশ কমিয়ে আগামী জুনে এসএসসি পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রকোপের কারণে স্থগিত থাকা এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।   শিক্ষাপ্রতিষ্ঠান গত ১০ মাস ধরে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।সরকার এজন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে ওই আলোকে এসএসসি পরীক্ষা নিতে চান ।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সর্বশেষ ৯ম-১০ম শ্রেণির প্রতিটি বিষয় থেকে ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করার প্রস্তাবনা দিয়েছেন ।আজকে ২১ জানুয়ারি রোজ বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উচ্চ মাধ্যমিক শাখার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ প্রফেসর জনাব সৈয়দ মাহফুজ আলী মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,মন্ত্রণালয় আমাদের কাছে থেকে একটা প্রস্তাবনা চেয়েছিলেন। প্রত্যেকটা অধ্যায় বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভূক্ত করে আমরা একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি।এনসিটিবির পিএ টু চেয়ারম্যান জনাব মোছাদ্দেক হোছাইন বলেন,  গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেটির অনুমোদন দেয়া হলে শিক্ষাবোর্ডগুলো থেকে তা প্রকাশ করা হবে। এ বছরের এসএসসি পরীক্ষার আয়োজন সেটার আলোকে হতে পারে।চলতি শিক্ষাবর্ষ শুরু হলেও এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ।সর্বশেষ আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।করোনার কারণে ইতিমধ্যে ৫ম, ৮ম ও এইচএসসি পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category