
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আশরাফ হোসেন পিপিএম মহোদয় প্রতি নিয়ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি রিফাত খান রাজিব নিজ হাতে লস্করপুরের জন্মের সময় মাতৃহারা শিশু মিমের জন্য শীতকালীন উপহার হিসেবে ৪২পিছের এক প্যাকেট বেবি ডায়াপার, কিছু খেলনা,বেবি লোশন এবং খাবার এর জন্য নগদ দুই হাজার টাকা শিশু মিমের নানির হাতে তুলে দেন। এবং শিশু মিমের জন্য দোয়া করেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি রিফাত খান রাজিব, এমন একটি অসহায় শিশু মিমের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া জন্য শিশুটির পরিবার ও স্থানীয় সচেতন মহল কৃতজ্ঞতা প্রকাশ করেন।