স্টাফ রিপোর্টার
উঞ্চতার পরশ নিয়ে মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সামজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। কোমলমতি মাদরাসার শিশু শিক্ষার্থীদের জন্য কম্বল দিয়েছে সংগঠনটি। সোমবার ( ১৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া থানাধীন জামিয়া সাইফুল্লাহ ইসলামীয়া মহিলা মাদরাসা প্রধান পরিচালক সাইফুল আমিনের হাতে কম্বল তুলে দেয়া হয়।।। এমসয় মাদরাসার প্রধান পরিচালক সাইফুল আমিন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সংগঠনের সদস্যরা মানুষের কল্যাণে কাজ করছে। মানুষ হচ্ছে আল্লাহর মহান সৃষ্টি। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। তালবে এলেমদের পাশে এসে দাঁড়ানো জন্য আপনাদের ধন্যবাদ। সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, মাদরাস শিক্ষার্থীদের কোরআন-হাদিস শিক্ষার পাশাপাশি বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক জানতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কওমি মাদরাসা সনদের স্বীকৃতি দিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সংগঠনের সভাপতি গণবন্ধু রাহাত হুসাইন বলেন, মাদরাসায় পড়ুয়ারা নীতি-নৈতিকতা লালন করে। মহিলা মাদরাসাগুলো নারী শিক্ষায় অবদান রাখছে। সব ধরনের শিক্ষা কর্যক্রমের আমাদের সমাজের মেয়েরা অংশগ্রহণ করছে। কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, কার্যনির্বাহী সদস্য সোহেল শিকদার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরী, সহ-সভাপতি তাজুল ইসলামসহ অন্য বন্ধুরা।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত