শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল – আলমসাধু মুখোমুখি সংঘর্ঘে নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৮৫ Time View

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার 

মেহেরপুর সদর উপজেলা গহরপুর গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মাসুম ( ৪০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ১৮ জানুয়ারী সোমবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা সদর হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মাসুম মেহেরপুর সদর উপজেলা গহরপুর গ্রামের মৃত আদম আলী মাস্টারের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুম ফ্রিজ কেনার জন্য তার স্ত্রীকে সাথে নিয়ে চুয়াডাঙ্গাতে এসে ছিলেন ফ্রিজ কেনা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গা সদর হাতিকাটা মোড় নামক স্থানে পৌছালে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত আলমসাধু সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই নিহত হন মাসুম। সেইসাথে মাসুমের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন কিন্তু আহত ব্যাক্তির অবনতির হওয়ার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক রাজশাহী মেডিকেলে রিফার্ট করে। নিহত মাসুমের স্ত্রীকে নিয়ে রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে মারা যায়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category