হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
জনপ্রিয় সিম্ফনি ব্রান্ডের উদ্যোগে চুয়াডাঙ্গায় ৫শ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারী শনিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ” ভালোবাসার উষ্ণতা নিয়ে পাশে আছি আমরা সিম্ফনি” প্রতিপাদ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ জুয়েলারি সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি ভালো কাজে আমাদের থাকতে হবে। এই শীতে যদি এভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো যায়, তাহলে তাঁদের শীতে কষ্ট করতে হবে না। আমরা সরকারি ভাবে এ পর্যন্ত বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছি। সরকারি সকল বরাদ্দ তাঁদের মাঝে পৌছে দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গাতে শীতের সময় শীত বেশি। গরমের সময় গরমও বেশি। তাই সেই কথাটি বিবেচনায় নিয়ে হলেও, মানুষের পাশে দাঁড়াতে হবে। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমাদের মনে রাখতে হবে আগে আমরা মানুষ। আর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। এটি মহৎ কাজ। আমি আজকের অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, সিম্ফনির আরএসএম আব্দুল্লাহ হিস ক্বাফী, জেডএমএম তৈমুর রেজা, চুয়াডাঙ্গার পরিবেশক রোকনুল হাসান রোকন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা।