নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলায় বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠন এর স্বেচ্ছাসেবক কর্মীরা ময়লা মুক্ত করার জন্য ঝাড়ু দিয়ে বোরহানউদ্দিন উপজেলা ( সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠ) পরিষ্কার করে বিডি ক্লিন বোরহানউদ্দিনের উপজেলা অন্যতম সদস্য , তাওহিদ কাওসার হাসান,, সুপ্তি রানী ,, সাগর রায় সহ আরো গুরুত্বপূর্ণ সদস্য এর নেতৃত্বে আজ ১৫ জানুয়ারী ২০২১, রোজ :- শুক্রবার সকাল ৯ টায় সংগঠনের শপথ গ্রহণের মধ্য দিয়ে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে । এতে অংশগ্রহণ করেন ৩৮ জন সেচ্ছাসেবক সদস্য। সংগঠন কি সকাল ৯ টা থেকে ১২ টা ৩০ প্রযন্ত টানা ৩ ঘন্টা ৩০ মিনিট কাজ করে ৩৭ প্যাকেট ময়লা- আবর্জনা সংগ্রহ করে এবং সকল ময়লা এক জায়গায় নিয়ে আগুন দিয়ে পুরিয়ে ফেলে সংগনের জেলা সদস্য ও বিশ্বজিৎ দে স্যার অনলাইন এর মাধ্যমে বিভিন্ন উপদেশ মূলক কথা বলে, তিনি বলেন ময়লা- আবর্জনা থেকে বিভিন্ন দরনের অসুখ ছরায় ও বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আমরা মানুষকে সচেতন করার কাজ করছি। যাতে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে এবং নিজের চার পাশ নিজেই পরিস্কার করে। এবং সাধারন জনগন সচেতন হয়ে এই দিক গুলো নিয়ে কাজ করে তিনি আর বলেন আমাদের এ আভিযান অব্যাহত থাকবে।