হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
“কন্যা সন্তান বোঝা নয়, আশীর্বাদ”- পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক গণমুখী কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে পুলিশ সুপার চুয়াডাঙ্গা এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে “কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে” শিরোনামে একটি পোষ্ট দেওয়া হয়। এটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের একটি ব্যতিক্রমী উদ্যোগ। গত ১৩.০১.২০২১ তারিখ দুপুর অনুমান ১৫.৩০ ঘটিকার সময় সাং-ছোট শলুয়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার (১) মোঃ রেজাউল ইসলাম ও মোছাঃ সোনিয়া খাতুন, দম্পতির পরিবার জানায় গত ০৯.০১.২০২১ খ্রি. তারিখ সকাল ০৭.০০ ঘটিকার সময় এ.আর ক্লিনিক, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সদ্য ভুমিষ্ট কন্যা সন্তানের স্বজনরা পুলিশ কন্ট্রোল রুমে তাদের বাচ্চা ভুমিষ্ট হওয়ার সু-সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ঐ শিশুর জন্য ১) নিউবর্ণ বেবী প্যাকেজ, ২) পোশাক, ৩) ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। কন্যা শিশুর পরিবারের লোকজন বিষয়টি দেখে আনন্দে উৎফুল্ল হয়ে যায়। এছাড়াও (২) মোঃ ঝন্টু মিয়া ও মোছাঃ ইয়াসমিন দম্পতির পরিবার একই দিনে দুপুর অনুমান ১৫.৫০ ঘটিকার সময় মোবাইল ফোনে জানায় গত ০৯.০১.২০২১ খ্রি. তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় নিজ বাড়ী সাং-বুড়োপাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। পুলিশ কন্ট্রোলরুমের মাধ্যমে এই সু-সংবাদ শোনা মাত্রই পুলিশ সুপারের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ঔ সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের জন্য ১) নিউবর্ণ বেবী প্যাকেজ, ২) পোশাক, ৩) ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। কন্যা শিশুর পরিবারের লোকজন বিষয়টি দেখে আনন্দে হতবাক হয়ে যায়। এমনি ভাবে পর্যায়ক্রমে পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল ফোনের মাধ্যমে (৩) শাহ্ জামাল ও তাসলিমা খাতুন দম্পতির পরিবার জানায় গত ০৯.০১.২০২১ খ্রি. তারিখ সকাল ০৭.০০ ঘটিকার সময় নিজ বাড়ী সাং-বাস্তুপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৪) মিজানুর রহমান ও রতœা বেগম দম্পতির পরিবার জানায় গত ০৯.০১.২০২১ খ্রি. তারিখ ভোর ০৫.১০ ঘটিকার সময় নিজ বাড়ী সাং-কোটালী, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৫) রিংকু হোসেন ও রতœা খাতুন দম্পতির পরিবার জানায় গত ১০.০১.২০২১ খ্রি. তারিখ রাত ০২.০০ ঘটিকার সময় নিজ বাড়ী সাং-রামনগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৬) সুফল রানা ও মোছাঃ মিতা খাতুন, সাং-বিষ্ণুপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১১.০১.২০২১ খ্রি. তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় সদর হাসপাতাল, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৭) মোঃ মিলন হোসেন ও মোছাঃ পারভীনা খাতুন, সাং-উজিরপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১১.০১.২০২১ খ্রি. তারিখ রাত ০২.০০ ঘটিকার সময় চিৎলা হাসপাতাল, দামুড়হুদায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৮) মোঃ খবির উদ্দিন ও মোছাঃ খাদিজা বেগম, সাং-বয়রা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১১.০১.২০২১ খ্রি. তারিখ রাত ০০.০১ ঘটিকার সময় চিৎলা হাসপাতাল, দামুড়হুদায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৯) মোঃ হাসান ইমাম ও মোছাঃ সুমি খাতুন, সাং-কার্পাসডাঙ্গা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১১.০১.২০২১ খ্রি. তারিখ রাত ২০.০০ ঘটিকার সময় সদর হাসপাতাল, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (১০) মোঃ এনামুল আলী ও মোছাঃ আসমা খাতুন, সাং-দলকা লক্ষীপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১২.০১.২০২১ খ্রি. তারিখ ভোর ০৪.০০ ঘটিকার সময় নানার বাড়ী সাং-গোপালপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্যসহ সকল পরিবারের কাছে উপহার সামগ্রী নিয়ে তাদের বাসায় উপস্থিত হন। পুলিশের এই ব্যতিক্রমী কর্মকান্ডের প্রশংসা এখন স্থানীয় জনসাধারণের মুখে মুখে। কন্যা সন্তান জন্ম নেওয়ার কারনে সংসারে অশান্তি সৃষ্টি ও পারিবারিক অসন্তোষ দেখা যায়। পুলিশ সুপারের এই মহতী উদ্যোগ হতে পারে সমাজের ঐ সকল পরিবারের জন্য পজিটিভ মেসেজ। পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রীক উন্নয়ন অসম্ভব। তিনি চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইন শৃংঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরনে সহযোগিতা কামনা করেন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত