
রহমান হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা স্টেডিয়াম মাঠ সংলগ্ন ঈদগামাঠে বাউলদের মাঝে কম্বল বিতরন করছে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। আজ মঙ্গলবার ১২ জানুয়ারী দুপুর ২ টার সময় ১শ’ নারী ও পুরুষ দের সারিবদ্ধ সুশৃংক্ষল ভাবে দাঁড় করিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বাউল কমিটির সহ-সভাপতি তৈহিদ হোসেন, পেশকার জিহন আলী, নতিপোতা ইউপির সাবেক সদস্য বাউল শিল্পি লিয়াকত আলি শাহা, চিৎলা গোবিন্দহুদা গ্রামের বাউল শিল্পি রবিউল হোসেন, বাবুল আক্তার,আকুল শাহ সহ স্থানীয় লোকজন।