নুসরাত আনিকা,মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মাদ্রা উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোর দিশারী মানবিক সংগঠন নামে এক দল স্বেচ্ছাসেবক এ কম্বল বিতরণের আয়োজন করে। বিনামূল্যে এই শীতবস্ত্র ও মাস্ক পেয়ে খুশি হতদরিদ্ররা। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কম্বল ও মাস্ক বিতরণ করেন ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল হাওলাদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওবায়দুর রহমান, স্থানীয় সমাজকর্মী আলী আহমেদ মোল্লাসহ আলোর দিশারী মানবিক সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, গত বছর ১৬ ডিসেম্বর মানুষের পাশে থেকে সেবার করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে আলোর দিশারী মানবিক সংগঠন। এ সংগঠনের শ্লোগান রাখা হয় ‘একতাই শক্তি, একতাই বল।’
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত