বিশেষ প্রতিনিধি মোঃ নাসিম খান
বাংলাদেশ শিক্ষক সমিতির মুকসুদপুর উপজেলা শাখার কমিটি গঠন লক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে ৮ জানুয়ারী উজানী বি,ইউ,কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজানী বি,ইউ,কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাম্মী আক্তার সুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি আজাদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,গোপালগঞ্জ জেলার সভাপতি মাহে আলম ও সাধারণ সম্পাদক নিহার কান্তি। অন্যান্যের মধ্যে অনুষ্ঠান বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল,বালিয়াকান্দী হাদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন। সভা পরিচালনা করেন কালীনগর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস। সভা শেষে উপস্থিত সকল শিক্ষকদের সর্ব সম্মতিত্রুমে উজানী বি,ইউ,কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাম্মী আক্তার সুমিকে আহবায়ক ও মুহাম্মদ ফারুক খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ সরকারকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি মুকসুদপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।