মো.সবুজ রানা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে-র্যাব-১২ এর পক্ষ থেকে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে সারাদেশে পালিত হচ্ছে “র্যাব সেবা সপ্তাহ।” র্যাব সেবা সপ্তাহের অংশ হিসেবে আজ পালিত হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। সারাদেশের অন্যান্য র্যাব ব্যাটালিয়নের মতো র্যাব-১২ এর পক্ষ থেকেও পালন করা হয়েছে এ কর্মসূচি। আজ (০৭ জানুয়ারী) র্যাব-১২ এর আওতাধীন পাঁচটি জেলা তথা সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, বগুড়া ও টাঙ্গাইলে একযোগে পালন করা হয় এ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় পাঁচটি জেলার কয়েকশত হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। এ সময় র্যাব-১২ এর সম্মানিত অধিনায়ক মোঃ রফিকুল হাসান গণি, এ্যাডিশনাল ডিআইজি সিরাজগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন র্যাব-১২ এর অন্যান্য সিপিসি’র কোম্পানি কমান্ডারগণ।