মো.সবুজ রানা টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার ১৩নং বাঁশতৈল ইউনিয়নের তালতলা থেকে বালিয়াজান শামছুল হকের বাড়ি হয়ে সাবেক চেয়ারম্যান সোরহাব আলী সিকদারের বাড়ি পর্যন্ত প্রায় দেড় (১.৫)কিঃমিঃ রাস্তায় মাটি ফেলে ভরাট করে দিলেন ১৩ নং বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন দেওয়ান।তিনি আরো বলেন, রাস্তায় একটি বক্স কালভার্ট প্রয়োজন এ কালভার্ট আমি আমার নিজ অর্থায়নে করে দিবো। হেলাল উদ্দিন দেওয়ান বলেন এটা আমার নিজ ইউনিয়ন।এই এলাকার উন্নয়ন মানে আমাদের ইউনিয়নের উন্নয়ন।এ বিষয়ে হেলাল উদ্দিন দেওয়ান বলেন,এ ইউনিয়নের জন্য যে কোন ধরণের উন্নয়ন মূলক কাজ করে যাবো এবং এই ইউনিয়নকে একটি আধুনিক রুল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। পরিশেষে বাঁশতৈল ইউনিয়নের জনগণের কাছে তিনি দোয়াও আশীর্বাদ চেয়েছেন।