বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

শিবগঞ্জের শ্যামপুর ইউপি’তে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুন নেসা(নাহার)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৩৩২ Time View

এইচ. এস হায়দার আহমেদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তার সীর্ষে সমাজসেবক কামরুন নেসা ( নাহার)। শিবগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হলো শ্যামপুর। নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে শ্যামপুর ইউনিয়নের প্রতিটি অলিগলি, গ্রাম, পাড়া-মহল্লা এবং চায়ের স্টলগুলো। সম্ভাব্য ২০২১ সালের মার্চে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শ্যামপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে প্রচার প্রচারনা শুরু করায় পুরো ইউনিয়ন জুড়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। এখন পর্যন্ত জনমত জরীপে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সমাজসেবক কামরুন নেসা( নাহার)। চেয়ারম্যান পদপ্রার্থী কামরুন নাহার ইতোমধ্যে ব্যাক্তি উদ্যোগে অত্র ইউনিয়নের গ্রামগঞ্জের সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে এলাকাবাসীর বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে করোনার দুঃসময়ে সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে চাল, ডাল, তেল, লবন, আলু, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা করে ইউনিয়নে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। আর সেই কারণেই শ্যামপুর ইউনিয়নের সাধারণ মানুষ কামরুন নেসারনাহারের পক্ষে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। যারফলে পুরো ইউনিয়নেই বতর্মান প্রজন্মের অহংকার। দ্রুত জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে চলছেন। উপজেলা আওয়ামী লীগের শীর্ষমহলও কামরুন নেসা (নাহার)’র প্রতি বেশ সন্তুষ্ট ও আস্থাশীল। বিভিন্নভাবে এলাকার মানুষ ও মানবতার প্রতি কামরুন নেসা নাহারে ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ পেয়েছে। ফলে দিনে দিনে শ্যামপুর ইউনিয়নে কামরুন নেসা (নাহার)’র জোয়াড় বেড়েই চলছে। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যপারে শতভাগ আশাবাদী কামরুন নেসা (নাহার) বলেন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়ন ও অগ্রগতিতে অত্র ইউনিয়নকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সেই সাথে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবো। আর সেই লক্ষেই আমি এলাকার মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense