মোঃ তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার কেউ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকেন। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসেবে সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থানের ব্যবস্থা করা সরকারের একটি অন্যতম লক্ষ্য। ঘরহীন পরিবারকে আধপাকা টিন-শেড ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প মুজিব শতবর্ষ উপলক্ষে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। বুধবার(০৬জানুয়ারি) সকাল উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ভূমিহীন ৭টি পরিবার ও গৃহহীন ২টি মোট ৯টি নির্মাণ কাজ পরিদর্শন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাৎ রহিমা আখতার, আরো উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতা মোঃ আব্দুল হান্নান, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হামিদুল হক,ভাগ্যকুল ইউপি,২ সদস্য মোঃ আব্দুল সামাদ,ইউপি ৩সদস্য- রতন কুমার সাহা, সহ অন্যান্য নেতৃবৃন্দ।গৃহ নির্মাণ কাজ পরিদর্শন শেষে ভাগ্যকুল ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে বসবাস রত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।