বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

ঝিনাইদহ সদর থানার ওসির ঐকান্তিক প্রচেষ্টায় টাকা ফেরত পেলেন হাটগোপালপুরের জাহিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২৭২ Time View

 ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় টাকা ফেরত পেলেন সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। ওসি জানান, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামের আবুল কালাম আজাদ ও মহেশপুর উপজেলার তালসার গ্রামের শাহজালাল কাজলের কাছে জাহিদুল ইসলাম বিদেশ পাঠানোর জন্য তাদের কাছে আট লক্ষ টাকা দেয়। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ধর্না ধরে কোন উপায়ন্ত না পেয়ে অবশেষে টাকা ফেরত পাওয়ার জন্য সদর থানার ওসি বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করে। এরই প্রেক্ষিতে দুই পক্ষকে ডেকে সমঝোতা করে দেওয়া হয়। একপর্যায়ে গতকাল প্রথম কিস্তিতে এক লক্ষ টাকা প্রদান করা হয় জাহিদুল ইসলামের নিকট। পর্যায়ক্রমে বাকি পাওনা টাকা গুলো প্রদান করা হবে বলে তিনি জানান । ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এধরণের মহতি উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী ঝিনাইদহের মানুষ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense