শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

জীবননগরে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৯৩ Time View

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” “মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না” মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার মান্যবর জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম সরকার। আজ রবিবার দুপুর ১ টার সময় জীবননগর উথলী রেলস্টেশনের সন্নিকটে সেনেরহুদা দাস পাড়া সংলগ্ন স্থানে ৯ টি পরিবারের জন্য নির্মানধীন ঘর জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সরেজমিনে পরিদর্শন করেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও শিবানী সরকার। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংক, উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মিজানুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ঘর পরিদর্শন শেষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নির্মাণাধীন ঘরের কাজের মান সন্তুষ্টি প্রকাশ করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category