বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

শত কর্ম ব্যস্ততার মাঝেও পিআরএল (অবসর) গমনকারী সহকর্মী কে আনুষ্ঠানিকতার সাথে বিদায় জানাতে ভোলেনি যশোরের পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২৮৫ Time View

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার 

শত কর্ম ব্যস্ততার মাঝেও পিআরএল (অবসর) গমনকারী সহকর্মী কে আনুষ্ঠানিকতার সাথে বিদায় জানাতে ভোলেনি যশোরের পুলিশ সুপার , সহকর্মীর পিআএল (অবসর) বেলা হাসি মুখে আনুষ্ঠানিকতার সাথে বিদায় জানিয়ে সর্ব প্রথম অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম, মহোদয়। ইতিমধ্যে যা সারা দেশে প্রশংসিত হয়েছে এবং সহকর্মীদের পিআরএল (অবসর) বেলা আনুষ্ঠানিকতার সাথে সম্মান জনক বিদায় দেওয়া প্রায় সকল প্রতিষ্ঠানেই চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ২ জানুয়ারী যশোর জেলা থেকে পিআরএল এ যাওয়া দুই সহকর্মী (কনস্টেবল), কে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় জানালেন পুলিশ সুপার। সদ্য পিআরএল (অবসর) গমনকারী দু্ই পুলিশ সদস্য বলেন আমাদের চাকুরী জীবনে এটাই শ্রেষ্ঠ পাওয়া। পিআরএল গমনকারী কনস্টেবল/৫৭৫ জনাব শেখ মুনসুর আলী বলেন আমার ৩৯ বছর চাকুরী জীবনে কত জনকেই তো বিদায় নিতে দেখলাম আনুষ্ঠানিকতায় বিদায় অর্থাৎ সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়ি পৌঁছে দেওয়ার নজির যশোর জেলায় প্রথম দেখেছি। অনেক সময় এমনও হয়েছে ডিউটি শেষ করে ব্যারাকে ফিরে সহকর্মীকে না দেখে কোথায় গিয়েছে জানতে চাইলে পরে জানতে পেরেছি সে আজ পিআরএল গেছে। সেই দিক দিয়ে নিজেকে অনেক টাই ভাগ্যবান মনে করছি। আজ আমাদের বিদায় বেলা সম্মানিত পুলিশ সুপার মহোদয় নিজে এসে আমাদের এমন সম্মান জনক বিদায় দিচ্ছেন, সত্যিই আমরা অনেক ভাগ্যবাদ, বাড়িতে পৌঁছে স্ত্রী-সন্তানদের খুব গর্ব করে বলতে পারবো দেখ চাকুরীর শেষ দিনেও কতটা সম্মান নিয়ে বাড়ি ফিরেছি। বিদায়ী দুই পুলিশ সদস্য হলেন, ১। কনস্টেবল/ জনাব শেখ মুনসুর আলী, ২। কনস্টেবল/ জনাব মোঃ রমজান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense