শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

আজ শ্রীমঙ্গলেও ৫ দফা দাবি নিয়ে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী বৃন্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩২৩ Time View

 মোঃ ইমরান হোসেন শ্রীমঙ্গল প্রতিনিধি

৫ দফা দাবি নিয়ে সারা দেশে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষনা দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নিরঞ্জন দেব, সাধারণ সম্পাদক দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী মো. জিলাল মিয়া, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কমল চন্দ্র দাস, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. তবারক আলী প্রমুখ। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category