শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক জাকিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৪ Time View

জাকিরুল গাজীপুর জেলা প্রতিনিধি

জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক আলোকিত জনপদ’র গাজীপুর জেলা প্রতিনিধি জাকিরুল ইসলাম দেশবাসী কে ইংরেজি নব্বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন- প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন । এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের,নতুন দিনের । নতুন কিছু পাবার , দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা। তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই,স্বপ্ন দেখি নতুন দিনের । প্রত্যয়,আশা,ভালবাসা,আবেগ,অনুভূত অভিমান,শং শয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিনে বাঁচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে। ২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয়। আর যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক, এই শুভ কামনায়, সকলকে ২০২১ নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category