বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

ধামরাই পৌর নির্বাচনে আ’লীগের গোলাম কবির মেয়র নির্বাচিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৫ Time View

 বিশেষ প্রতিনিধি মোঃ নাসিম খান 

আজ ২৮ ডিসেম্বর রোজ সোম বার ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের গোলাম কবির (নৌকা) ২৩ হাজার ১১০ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৫০৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ শওকত আলী (হাত পাখা) পেয়েছেন ২৭২ ভোট। পৌরসভার ৩টি সংরক্ষিত ও ৯টি সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগ ঘরানার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে মেয়র পদে বিএনপি প্রার্থী দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জু দুপুরেই ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে পুন:নির্বাচন দাবি করেছেন। সংরক্ষিত আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ফারহানা হোসেন, ৪, ৫ ও ৬ নং ওযার্ডে শিরিন আক্তার শিখা এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নাছিমা খানম বিজয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আরিফুল ইসলাম, ২নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে মো. মোকছেদ আলী, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৫নং ওয়ার্ডে আমিনুল হাসান গার্নেল, ৬নং ওয়ার্ডে সাহেব আলী, ৭নং ওয়ার্ডে মনিরুজ্জামান, ৮নং ওয়ার্ডে মোঃ শহিদুল্লাহ ও ৯নং ওয়ার্ডে আবু সাইদ বিজয়ী হয়েছেন। ধামরাই পৌরসভায় মোট ভোটার ছিলো ৪২ হাজার ৬৪৪ জন। এরমধ্যে পুরুষ ২০ হাজার ৫৭৯ ও ২২ হাজার ৬৫ জন মহিলা ভোটার। ২১টি কেন্দ্রে ১০৮টি ভোট কক্ষে ভোটাররা ভোট প্রদান করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২৪ হাজার ৮৮৫টি। মঙ্গলবার সকাল ১০টায় ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এর আগে, সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense