শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে সিংগুরিয়া ব্রিজে ট্রাকচাপায় মোটরসাই‌কে‌লের তিন আরোহী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৩ Time View

স্টাফ রিপোর্টার

ভুঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো. রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) এবং সৌরভ‌ (১৫)। এ ঘটনায় আহত সৌরভকে গুরুত্বর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের উপর এই ঘটনা ঘটে। ভুঞাপুর স্বাস্থ্য, কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব চৌধুরী পাল বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে রশিদকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন। আহত সৌরভকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তিনি মারা যান। ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ফ্রেশ কোম্পানির একটি ট্রাক ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের উপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু্ হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category