মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

দামুড়হুদার হেমায়েতপুর ব্রীজ যেন মরণ ফাঁদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৯৮ Time View

 মশিউর রহমান তুষার,দামুড়হুদা প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর-হোগলডাঙ্গা সড়কের হেমায়েতপুর ব্রীজটি চলাচলের অনুউপযোগী হয়ে পড়েছে। যেন মরন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ব্রীজটি যেকোন সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।২০১৮ সালে প্রথমবার ধসে পড়ে তারপর থেকে মেরামতের বদলে ব্রীজের উপরে লোহার পাত বসিয়ে কোন রকম চলাচলের উপযোগী করা হয়।ব্রীজের উপরের গার্ডগুলো ধসে পড়ায় যানবাহন পড়ছে খাদের মধ্যে।এই বিষয়ে স্থানীয়রা জানান,চিৎলার মোড় হতে হেমায়েতপুর মোড় পর্যন্ত আসতে লাগে ১৫ থেকে ২০ মিনিট অথচ রাস্তার বেহাল দশার কারণে এখন সময় লাগে ৪০ থেকে ৪৫ মিনিট।অতি দুঃখের সাথে আরো জানান মাটির রাস্তা হলে ভালো হতো কারণ গর্ভবতী মহিলাদের যদি হাসপাতাল পর্যন্ত আনতে খুব কষ্ট পেতে হয়। কারণ এই ভাঙা রাস্তায় ব্রীজের কারণে গাড়ি আসতে চায়না,আসলেও ভাড়া বেশী দিতে হয়। জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নতিপোতা গ্রামের বাসিন্দা রায়হান চৌধুরী বলেন ,৮ থেকে ৯ বছরেও সংস্কার হয়নি নতিপোতা থেকে চিৎলার মোড় পর্যন্ত রাস্তা সহ ব্রীজ কালভার্ট গুলো। আমাদের প্রাণের দাবী সাধারণ মানুষের দাবি হেমায়েতপুর,চারুলিয়া,নতিপোতা,কালিয়াবকরী জুড়ানপুর এলাকার প্রতিটা মানুষের স্থানীয় সরকারের কাছে দাবি খুব দ্রুতই যেন এটি সহ নতিপোতা থেকে চিৎলার মোড় পর্যন্ত রাস্তাসহ কালভার্ট গুলো দ্রুতই সংস্কার করা জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান কতৃপক্ষের প্রতি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense