মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

বদলগাছী উপজেলা ভান্ডার পুর রোডের বিষনিপুর সংলগ্ন বেলি ব্রীজের ষ্টিল পাত ভেঙ্গে জান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৩ Time View

 মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার থেকে ভান্ডার পুর রোডের বিষনিপুর সংলগ্ন বেলি ব্রীজের ষ্টিল পাত ভেঙ্গে জান বাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় লোকজন বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে তার পাতা ভেটগাছ দিয়ে সংকেত দেখিয়ে রেখেছেন। ভোর বেলা ঘনকুয়াশাকে অতিক্রম করে যে সকল জানবাহনের ক্ষতি হচ্ছে। এবং অতি ঝুঁকি নিয়ে ভ্যান রিকশা, সাইকেল মটর সাইকেল চালানো এমন কি রাতের অন্ধকারে জীবন ঝুঁকি ব্রীজটি পারাপার করতে হচ্ছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো আবু তাহির কে বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু ভাই ব্রীজের বিষয় টি অবহিত করলে । নির্বাহী অফিসার তাতক্ষনিক নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান কে দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সমাধান করতে নির্দেশ দিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান ব্রিজটি মেরামতের জন্য লোক পাঠিয়েছেন বলে জানান। মাননীয় মন্ত্রী মহোদয় ও উর্ধতন কর্তৃপক্ষের কাছে স্থানীয় আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির নেতা কর্মীরা বদলগাছী উপজেলা টু আকেকলপুর উপজেলা পর্যন্ত রাস্তা টি প্রস্তসহ উক্ত ব্রীজটি নতুন ভাবে তৈরি করতে আহ্বান জানিয়েছেন। এনামুল কবীর এনাম প্রতিনিধি বদলগাছী উপজেলা নওগাঁ

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense