বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের আপগ্রেডেশনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৪ Time View

 নীতি সরকার,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রাপ্যতা তারিখ থেকে আর্থিক সুবিধা সহ আপগ্রেডেশনের দাবিতে এবং দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের আপগ্রেডেশন নিয়ে বিভিন্ন অজুহাত ও সময় ক্ষেপণের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজ, ২৩ ডিসেম্বর ২০২০ (বুধবার)বেলা সাড়ে ১১ঘটিকায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সামনে শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতি ও বশেমুরবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি ডঃ হাসিবুর রহমান বলেন, “আজ শিক্ষকরা কোন আন্দোলন সংগ্রামের জন্য একত্রিত হয়নি, আত্মমর্যাদার জায়গা থেকে শিক্ষকদের সার্বিক অবস্থা প্রকাশ করার জন্য একত্রিত হয়েছে । অবহেলিত শিক্ষকদের সমস্যা দ্রুত সমাধান করে আপগ্রেডেশন দিয়ে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে উপাচার্যের সহযোগিতা কামনা করেন।” মানববন্ধনে উপস্থিত অন্যান্য শিক্ষকরা বলেন, “এটা আমাদের ন্যায্য অধিকার। প্রয়োজনে এই অধিকার আদায়ের জন্য শিক্ষক সমিতি সকল শিক্ষকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।” মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এবিষয়ে বিস্তারিত অবহিত করেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। প্রসঙ্গত, শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের গত ২১/১২/২০২০ ইং তারিখের জরুরী সভায় ডিউ ডেট থেকে আপগ্রেডেশনের দাবিতে এবং আপগ্রেডেশন নিয়ে টালবাহানা ও অহেতুক সময় ক্ষেপণের প্রতিবাদে ২৩ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি এবং আগামী ২৭ ডিসেম্বর, ২০২০ হতে ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রতিদিন এক ঘন্টা করে (বেলা ১২.০০ মিনিট থেকে বেলা ১.০০ মিনিট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense