মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

রাজৈরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩২৪ Time View

 মোঃ আমানুল্লাহ ফকির, বিশেষ প্রতিনিধি

মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় পিক-আপ, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে উপজেলার আলমদস্তা নামক স্থানে মঙ্গলবার রাত ৮ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাজৈর উপজেলার দারাদিয়া গ্রামের লিয়াকত ফকিরের ছেলে শাকিল ফকির (২৪), ইসমাইল মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০), আলেম ফকিরের ছেলে শাহিন ফকির (২৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার নামক স্থানে মাদারীপুরগামী একটি ট্রাক ও টেকেরহাটগামী একটি মোটর সাইকেলের মুখোমখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের ৩ আরোহী বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে রাতেই আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিন ফকির ও অনিক মুন্সী মারা যায়। অপর জন শাকিল ফকিরের অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর আজ বুধবার সকালে মারা যায়। রাজৈর থানার ওসি শেখ সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense