মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

ঘন কুয়াশায় ৩ ঘন্টা বন্ধ থাকারপর বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বভাবিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৮ Time View
 মাদারীপুর প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে ৩ ঘন্টা বন্ধ থাকার পর মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকাল ৯ থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৬ থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। এতে ফেরি অপেক্ষায় ছিল শতাধিক পরিবহন। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, ভোরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দূর্ঘটনা এড়াতে ৬ থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল ৯ টা থেকে ফেরি চলাচল শুরু করে। কুয়াশায় মাঝপদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।এবং শতাধিক পরিবহন ফেরি অপেক্ষায় ছিল। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন আহমেদ বলেন,’কুয়াশার কারণে সকালে বন্ধ ছিল ফেরি চলাচল। সকাল নয়টার দিকে কুয়াশা কমে আসলে ফেরি চলাচল শুরু করে।’ আসারাখি কয়েক ঘন্টার মধ্যে সকল পরিবহন পাড় করতে পারবো

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense