বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

মাদারীপুরে ভ্যান ও বিএমএফ পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৫০ Time View

 মোঃ আমানুল্লাহ ফকির, বিশেষ প্রতিনিধি

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় রাসেদা বেগম( ৬০) ও ওহিদুল (২৫) নামে দুইজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর- মোস্তফাপুর এলাকার মাঝামাঝি টেক্সটাইল মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাসেদা বেগম মোস্তফাপুর চতুরপাড়া এলাকার মজিবর মাদবরের স্ত্রী ও ওহিদুল মোস্তফাপুর এলাকার মজনু কারিকরের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাসেদা বেগম তার নিজ বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার ঘটকচরে যাওয়ার উদ্দেশ্য ভ্যানচালক ওহিদুলের ভ্যান যোগে মোস্তফাপুর বাস স্টান্ড থেকে রওনা হন। ভ্যানটি মোস্তফাপুর এলাকার টেক্সটাইল মিলের সামনে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা রাসেদা বেগম ও ভ্যানচালক ওহিদুল নিহত হন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্বার করে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুর মোহাম্মদ সিকদার বলেন, বিকেল তিনটার দিকে দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ দুটি উদ্বার করি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category