মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে শীতবস্ত্র কম্বল ও মাস্ক বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৮২ Time View

 

নুসরাত আনিকা,মাদারীপুর:

মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে ও বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামাল সিকদার এর সহযোগিতায় শতাধিক অসহায় দুঃস্থ গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল ও মাস্ক বিতরন করা হয়। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে নতুন শহর এলাকায় মৈত্রী মিডিয়া সেন্টারের সম্মেলন কক্ষ থেকে এসব বিতরণ করা হয়। মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন গিয়াস এতে প্রধান অতিথি থেকে এই শীতবস্ত্র কম্বল ও মাস্ক বিতরনের শুভ উদ্বোধন করেন। এসময় মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মোঃ মাহবুবর রহমান বাদল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনটির উপদেষ্টা সেলিম ফরাজি,সিনিয়র সহ সভাপতি আয়শা সিদ্দিকা আকাশী, সহ সভাপতি অভিজিৎ কর্মকার, সহ সভাপতি ফরিদ উদ্দিন মুপ্তি,সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ন সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, মাদারীপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও জেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বনিক সমিতির সাবেক প্রচার সম্পাদক এবং মৈত্রী মিডিয়া সেন্টার এর সদস্য প্রিন্স মাহমুদ সবুজ সহ মৈত্রী মিডিয়া সেন্টারের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে করোনাকালীন সহ বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense