মো.সবুজ রানা টাংগাইল জেলা প্রতিনিধি
টাংগাইলের কালিহাতী উপজেলার সল্লা নামক এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশা ও হানিফ পরিবহন বাসের সংঘর্ষে ১জন অটোচালক নিহত হয়েছেন।নিহতের নাম সুমন(২০)বাড়ী কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বঙ্গবন্ধু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ূবুর রহমান গণমাধ্যম কর্মিদের-কে জানান। অটোরিকশাটি রেললাইন পার হয়ে রাস্তায় চলে আসছিলো এমন সময় উওরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন বাস পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অটোরিকশা চালক গুরুতর আহত হয়। তাকে চিকিৎসা দেওয়ার জন্য টাংগাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত