মোঃ ইসরাফিল ইসলাম, নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি
গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ মাস্টার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার,১নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল রহমান বাবু, জেলা পরিষদের সদস্য রইচ উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদসহ প্রমূখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত